পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ার ৪ দিন পর ভাসমান অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার

সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ার ৪ দিন পর ভাসমান অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওরের পানিতে এলাকাবাসী বোরকা পরিহিত অবস্থায় এক মহিলার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানদের খরব দেয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের লাশ দেখতে পায়। পরে তাদের দু’জনের লাশ উদ্ধার করে। 

নিহতরা হলেন- উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)। 

এলাকাবাসী জানায়- গত শুক্রবার (১৭ জুন) মেয়ের বাড়ি ছাতারখাই যাওয়ার পথে বাছার খাল এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় তারা। বন্যার ফলে ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় মেয়ে তার মায়ের খবর নিতে পারছিল না। মেয়ে মনে করেছে, পানির জন্য তার মা খবর নিতে পারছেন না। কিন্তু এরকম ঘটনা ঘটবে কেউ তা কল্পনাও করতে পারেনি। 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। অধিকতর তদন্তের জন্য মা-ছেলের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *