গোলাপগঞ্জ প্রতিনিধি :; গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও তার পরিবারের সহায়তায় উপজেলার ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গত দুই দিন ধরে চলমান খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার , ভাদেশ্বর ইউনিয়নে অর্ধশতাধিক পরিবারের মধ্যে নিজে উপস্হিত থেকে খাদ্য সামগ্রী পৌছে দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট ইকলাব আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সহদোর ও বিশিষ্ট সমাজসেবক , শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা মঞ্জুর শাফী চৌধুরী এলিম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সম্পাদকমন্ডলির সদস্য ও রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু,উপজেলা আওয়ামী লীগ নেতা খুরসেদ আলম চৌঃ রিপন,বুরহান উদ্দিন আব্দুল মালেক , সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, দেলওয়ার হোসেন দিপন, অরুণ দে প্রমুখ।