
সংঘর্ষের পর মাইক্রোবাস ও সিএনজি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পানিতে পড়ে যায়। ছবি- সমকাল
সিলেটের খাগাইলে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোলাপগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পিয়াইনগুল জামেয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা ওসি কে এম নজরুল ইসলাম। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজন সিএনজির যাত্রী, অন্যজন মাইক্রোবাসের চালক। সংঘর্ষের পর মাইক্রোবাস ও সিএনজি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পানিতে পড়ে যায়।

পুলিশ জানায়, পর্যটকবাহী মাইক্রোবাসটি সিলেট থেকে সাদাপাথর এলাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়






