নৌকাকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে_শফিকুর রহমান চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনধিঃসিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যার হাতে নৌকা দিয়েছেন তাকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা অবিলম্বে নির্বাচন থেকে সরে দাড়ান। নৌকার বিরোধীতা করলে কেউ ছাড় পাবেন না। শেখ হাসিনার সিদ্ধান্তকে সবাই মানতে হবে। এসময় তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টি দাবি করে বিশ্বনাথ – ওসমানীনগর আসন তাদের দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নির্বাচনে সে আসন জাতীয় পার্টিকে দিয়েছিলেন। তখন আমি নেত্রীর নির্দেশে মনোনয়ন প্রত্্যাহার করেছিলাম। আজ সোমবার ২৫ জানুয়ারি রাত ৮টায় নির্বাচনি কার্যালয়ে আসন্ন ৩০ তারিখের নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ রুহেল আহমদ এর সমর্থনে এক কর্মী সবায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মনজুর সাফি চৌধুরী এলিম, এডভোকেট ফখরুল ইসলাম,মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান,উপজেলা আওয়ামীলীগ নেতা মুবিন জায়গিরদার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা ভাইছ চেয়ারম্যান মনছুর আহমদ । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –
পৌর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ চৌধুরী কফি,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরান ,বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী আফজাল হোসেন সোহেল প্রমুখ।






