গোলাপগঞ্জে নিরপরাধিদের মুক্তি ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হেতিমগঞ্জের নিমাদল মোকাম বাজারে এলাকাবাসী ও নিমাদল কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির উদ্দ্যেগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় লক্ষিপাশা ইউপি আ’লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জাকির আহমদের পরিচলানায় বক্তব্য রাখেন, বড় মসজিদের সাবেক মুতাওয়াল্লী আব্দুল মুহিত জোয়ারদার, ইউপি সদস্য দিলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন আলাই, সাবেক মতওয়াল্লি আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড আ’লীগ সভাপতি সালেহ আহমদ সালাম, সেক্রেটারী মাতাব আলী, ইসমাইল উদ্দিন জোয়ারদার, শিক্ষক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, মুন্না আহমদ, ছাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, রেহান আহমদ, আব্দুস সামাদ জোয়ারদার, মাহফুজুর রহমান খান, রেজওয়ান আহমদ, আব্দুশ শহীদ, জাবের আহমদ জোয়ারদার প্রমুখ।
প্রসঙ্গত গত ২২ মার্চ উপজেলার লক্ষ্মিপাশা ইউপির নিমাদল পূর্ব পাড়ার মৃত মো. দাহিমুল্লার পুত্র আব্দুশ শহীদ (৪৮) নামে এক দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় একই দিন বিকেলে নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা (নং-১৩/২২.০৩.১৯) দায়ের করেন।
ঐদিন রাতে এজহার নামীয় ৩জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা বলেন, আটককৃত ৩জন সহ এজহার নামীয় বাকী ৩আসামীদের উপর থেকে মামলা প্রত্যাহার করে আব্দুশ শহীদ খুনের সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আটককৃতরা হলেন, নিমাদল কেন্দ্রীয় বড় জামে মসজিদের মোতাওয়াল্লী ও কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সানু মিয়া, ব্যবসায়ী মহসিন আহমদ ও দিন মজুর আফজল আহমদ। অপর ৩অভিযুক্তরা হলেন, ব্যবসায়ী কামরান আহমদ, হাসান আহমদ ও আফজল আহমদ।
শনিবার দুপুরে উপজেলার হেতিমগঞ্জের নিমাদল মোকাম বাজারে এলাকাবাসী ও নিমাদল কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির উদ্দ্যেগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় লক্ষিপাশা ইউপি আ’লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জাকির আহমদের পরিচলানায় বক্তব্য রাখেন, বড় মসজিদের সাবেক মুতাওয়াল্লী আব্দুল মুহিত জোয়ারদার, ইউপি সদস্য দিলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন আলাই, সাবেক মতওয়াল্লি আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড আ’লীগ সভাপতি সালেহ আহমদ সালাম, সেক্রেটারী মাতাব আলী, ইসমাইল উদ্দিন জোয়ারদার, শিক্ষক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, মুন্না আহমদ, ছাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, রেহান আহমদ, আব্দুস সামাদ জোয়ারদার, মাহফুজুর রহমান খান, রেজওয়ান আহমদ, আব্দুশ শহীদ, জাবের আহমদ জোয়ারদার প্রমুখ।
প্রসঙ্গত গত ২২ মার্চ উপজেলার লক্ষ্মিপাশা ইউপির নিমাদল পূর্ব পাড়ার মৃত মো. দাহিমুল্লার পুত্র আব্দুশ শহীদ (৪৮) নামে এক দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় একই দিন বিকেলে নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা (নং-১৩/২২.০৩.১৯) দায়ের করেন।
ঐদিন রাতে এজহার নামীয় ৩জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। মানববন্ধন পরবর্তী সভায় বক্তারা বলেন, আটককৃত ৩জন সহ এজহার নামীয় বাকী ৩আসামীদের উপর থেকে মামলা প্রত্যাহার করে আব্দুশ শহীদ খুনের সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আটককৃতরা হলেন, নিমাদল কেন্দ্রীয় বড় জামে মসজিদের মোতাওয়াল্লী ও কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সানু মিয়া, ব্যবসায়ী মহসিন আহমদ ও দিন মজুর আফজল আহমদ। অপর ৩অভিযুক্তরা হলেন, ব্যবসায়ী কামরান আহমদ, হাসান আহমদ ও আফজল আহমদ।