ফারহান মাসুদ আফছরঃ চলে গেলেন না ফেরার দেশে সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে এই খবর নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের গুরুত্বপূর্ন এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্টপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারা দুজনই পৃথক বার্তায় সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।