__
গোলাপগঞ্জ প্রতিনিধি : ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রাহমান মাস্টার আজ শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি —রাজিউন। মস্তিষ্কে রক্তক্ষণের কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়ষ হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মাষ্টার লুৎফুর রহমান শেখপুর গ্রামের মরহুম মনতাজ আলীর ছেলে। মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা অনুষ্ঠিত হবে। এদিকে, লুৎফুর রাহমানের মৃত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একজন শিক্ষক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সকল মহলে সুপরিচিত ছিলেন। এদিকে, লুৎফুর রহমানের ইন্তেকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপন করেছেন,সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব,বারাকা পাওয়ার প্লান্টের ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফী চৌধুরী এলিম, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক রুহেল,বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ,শরিফগঞ্জ ইউ পি চেয়ারম্যান এম এ মুমিত ইরা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি আব্দুল মজিদ রওশন,শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতি,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ,উপজেলা আওয়ামীগ নেতা আব্দুল হানিফ খান। পৃথক পৃথক শোকবার্তা তারা বলেন, তাঁর মতো একজন নি:স্বার্থ, জনদরদী রাজনীতিবিদের মৃত্যুতে গোলাপগঞ্জবাসী একজন অভিভাবককে হারালো। যার অভাব কোন দিন পূরণ হবে না। মরহুমের রুহের মাগফেরাত কামান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রত গভীর সমবেদনা জানান।