শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে ও নারী শিক্ষা বিস্তারে বহুমূখি প্রদক্ষেপ গ্রহন করেছে যার ফলে শিক্ষা ক্ষেত্রে মেয়েরা ও ছেলেদের সাথে তাল এগিয়ে যাচ্ছে,তাই বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বর একটি রোল মডেল। গোলাপগঞ্জের রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিরাজুল জব্বার চৌঃ ভবন এর উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু’র সভাপতিত্বে ও শিক্ষক আবু সুফিয়ান আজম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ বিজীত চক্রবর্তী।
এসম শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটা স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে। আমরা ২০১২ সালের মধ্যেই এমডিজি অর্জন করেছি। মেয়েরা এখন শিক্ষায় ভালো করছে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামিলীগের সাঃসম্পাদক রফিক আহমদ,জেলা আওয়ামিলীগ’র সদস্য সৈয়দ মিছবা উদ্দিন।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য,জাবেদ চৌঃ,এনাম আহমদ,নাজিম উদ্দিন,ইকবাল আহমদ,চান মিয়া,সাবেক সদস্য এজদান আহমদ চৌঃ, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ,ছাত্রনেতা মাজেদ শরিফ চৌঃ,সমাজ সেবক রাহাদ আহমদ চৌঃ,পল্লব চৌঃ,লিয়াকত হোসেন চৌঃ,ছয়েফ আহমদ চৌঃ,মালেক আহমদ চৌঃ,ড আলতাফুর রহমান , প্রমুখ। উল্লেখ্য সিরাজুল জব্বার চৌঃ একাডেমিক ভবনটি সরকারী অর্থায়নে (৬৮লক্ষ)টাকা ব্যায়ে নর্মিত হয়েছে।