গত ২৪আগষ্ট গোলাপগঞ্জের এক অভিজাত হোটেলে ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর এস এস সি ১৯৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র গোলাম কিবরিয়া সাহেদ এর স্বদেশ আগমন উপলক্ষে ৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে । এসময় উপস্হিত ছিলেনবাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ৮৮ব্যাচ প্রাক্তন ছাত্র এর যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম কিবরিয়ার সাহেদ ,উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা: রেহান উদ্দিন,জেলা পরিষদ সদস্য এড: মুজিবুর রহমান, ,রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ মাহবুবুস সামাদ ,সিলেট প্রধন ডাকঘরের সহকারী পোষ্টমাষ্টার এ কে এম কামরুজ্জামান, ব্যবসায়ী মতিউর রহমান,বাদেপাশা স্কুলের সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম,দক্ষিন এস ইউ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক অমল কান্তি দাশ ,ব্যবসায়ী জুবের আহমদ ,ময়নুল ইসলাম , জামিল আহমদ , জাহাঙ্গীর আহমদ ডা ওহিদ আহমদ, প্রবাসী বাবুল আহমদ প্রমুখ।






