নতুন করে সিলেট বিভাগের ১৮১ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো

সিলেট

সময় ডেস্ক :: নতুন করে সিলেট বিভাগের ১৮১ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে নিম্ন-মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক (কলেজ), মাধ্যমিক, স্নাতক (পাস) পর্যায় এবং উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের এক হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে কোড দিয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে।

এরমধ্যে স্নাতক (পাস) পর্যায়ের ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেটের ৫ টি এবং সুনামগঞ্জের ১ টি ডিগ্রী কলেজ এমপিওভুক্ত হয়। এগুলো হলো, সিলেটের দক্ষিণ সুরমার নুর জাহান মেমোরিয়াল উইমেন্স ডিগ্রী কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ, জৈন্তাপুর উপজেলার জৈন্তা ডিগ্রী কলেজ, জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজ, হাফছা মজুমদার মহিলা কলেজ এবং সুনামগঞ্জের ছাতকের জাওয়া বাজার ডিগ্রী কলেজ।

আর উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেটের দুইটা, সুনামগঞ্জের ১ টা, মৌলভীবাজারের দুইটা এবং হবিগঞ্জের তিনটি কলেজ এমপিওভুক্ত করা হয়। এগুলো হলো, সিলেটের কানাইঘাটের মালিক নাহার মেমোরিয়াল একাডেমী, বিয়ানীবাজারের বৈরাগীবাজার আইডিয়াল কলেজ, সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ কলেজ, মৌলভীবাজারের জুড়ির হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ, মৌলভীবাজার সদরের আলহাজ্ব মো. মখলিছুর রহমান কলেজ আর হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুর কলেজ, বানিয়াচংয়ের আইডিয়াল কলেজ এবং হবিগঞ্জ সদরের জহুর চাঁন বিবি মহিলা কলেজ।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৯৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেটের ৩৩ টি, সুনামগঞ্জে ২৬ টি, মৌলভীবাজারের ২১ টি এবং হবিগঞ্জের ১৫ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

এগুলো হল, সিলেট সদরের সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাইস্কুল, আল আমিন জামেয়া ইসলামিয়া স্যাকেন্ডারি হাইস্কুল, আবদুল গফুর ইসলামী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, শাহজালাল বাজার হাইস্কুল, ওসমানী মেডিকেল হাইস্কুল, বালাগঞ্জের কালীগঞ্জ এম ইলিয়াছ আলী হাইস্কুল, আজীমপুর হাইস্কুল, ময়শাশীস আস্তগ্রাম হাইস্কুল, দক্ষিণ সুরমার ইকরা আইডিয়াল হাইস্কুল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল, বলদী আইডিয়াল মুলটিলাটেয়াল হাইস্কুল, হযরত শাহজালাল (রহ.) হাইস্কুল, হাজী মুহাম্মদ রাজা চৌধুরী হাইস্কুল।

সিলেটের কোম্পানীগঞ্জের পুনছগ্রাম হাইস্কুল, ছনবাড়ী হাইস্কুল, তেলিখাল হাইস্কুল, সিলেটের গোয়াইনঘাটের বাঘারচরক হাইস্কুল, ফারুক আহমদ কুনকিরি হাইস্কুল, সোনার হাট হাইস্কুল, কুপারবাজার হাইস্কুল, হাজী মদরিছ আলী হাইস্কুল, পরগনা বাজার হাইস্কুল এ্যান্ড কলেজ, জৈন্তাপুরের ভৌরভাগ হাইস্কুল, রমজান রুপজান খান বাজার একাডেমী, কানাইঘাটের জুলি আইডিয়াল হাইস্কুল, মোলাগুল হাইস্কুল, গোলাগঞ্জের সালাম মকবুল হাইস্কুল, বিয়ানীবাজারের দুবাঘ আইডিয়াল একাডেমী, আজাদ চৌধুরী একাডেমী, সম্পগ্রাম হাইস্কুল।

সুনমাগঞ্জের তাহিরপুরের চানপুর হাইস্কুল, জনতা হাইস্কুল, ধর্মপাশার ভোলাগঞ্জ সার্বজনিন হাইস্কুল, দিরাইয়ে আলহাজ্ব আবদুল মোতালিব হাইস্কুল, মাতারগাও মোহাম্মদিয়া হাইস্কুল, শাল্লায় হাফিজ আলী হাইস্কুল, দক্ষিণ সুনামগঞ্জে জয়সিদ্ধি বসিয়াখাউরি বড়মোহা উচ্চ বিদ্যালয়, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের পল্লবী হাইস্কুল, লামাটুকের বাজার হাইস্কুল, আবদুস সোবহান হাইস্কুল।

সুনামগঞ্জ সদরের চৌদ্দগ্রাম হাইস্কুল, আবদুল আহাদ শহীদা চৌধুরী হাইস্কুল, অষ্টগ্রাম রাসগোবিন্দা হাইস্কুল, বিশ্বভরপুর গালস্ হাইস্কুল, ছাতকের ছরমহল্লা বাজার হাইস্কুল, হাজী জামাল উদ্দিন হাইস্কুল, জালালাবাদ হাইস্কুল, এলপি হাইস্কুল, ইসলামপুর হাইস্কুল, সিপিবি হাইস্কুল, পালপুর হাইস্কুল, হাজী আবদুল খালিক হাইস্কুল, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খচরু হাইস্কুল।

মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর আদর্শ গালস্ হাইস্কুল, বর্ণি আদর্শ হাইস্কুল, পলোয়ানবাড়ি হাইস্কুল, টেকাহালি হাইস্কুল, কালাজোড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল হাইস্কুল, পাকশাইল আইডিয়াল হাইস্কুল, জুড়ির পাতিলাশানগাও হাইস্কুল, হোসাইন আলী হাইস্কুল, হাজী মনহর আলী এম সাইফুর রহমান হাইস্কুল, খাছুরগুল হাইস্কুল, কুলাউড়ার সিঙ্গুর উচ্চ বিদ্যালয়, শাহ জালাল উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়াল হাইস্কুল, কান্দিগাও হাইস্কুল, জনতা হাইস্কুল, মান্তকুল হাইস্কুল।
মৌলভীবাজার সদরের হাবিবুর রহমান হাইস্কুল, কমলগঞ্জের কামুদপুর হাইস্কুল, অভয়চরণ হাইস্কুল, ইউনিয়ন আদর্শ হাইস্কুল, শ্রীমঙ্গল হাজী রশীদ মিয়া মেহেরজান হাইস্কুল।

হবিগঞ্জের বাহুবলের ফাতেহপুর আদর্শ হাইস্কুল, নবীগঞ্জের বনকাদিরপুর আমজাদ আলী হাইস্কুল, বানিয়াচংয়ের এএম বাগান হাইস্কুল, রত্না হাইস্কুল, আকাটা হাইস্কুল, বিজিএম হাইস্কুল, ইকরাম নন্দপাড়া হাইস্কুল, আজমিরীগঞ্জের পশ্চিভাগ হাইস্কুল, হবিগঞ্জ সদরের হাজী মো. আলীমুদ্দিন হাইস্কুল, আশহেরা হাইস্কুল, শায়েস্তগঞ্জ ইসলামী একাডেমী এ্যান্ড হাইস্কুল, তারাপ হাইস্কুল, রামপুর হাইস্কুল, লাখাইয়ের ভামানিপুর হাইস্কুল, মোরিয়াউক হাইস্কুল।

এদিকে উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের সারাদেশে ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেটে ৫ টি, মৌলভীবাজারে ১ টি এবং সুনামগঞ্জে তিনটি উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।
এগুলো হল, সিলেটের শফির উদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজ, ব্লু-বার্ড হাই স্কুল এ্যান্ড কলেজ, বালাগঞ্জের বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এ্যান্ড কলেজ, ফেঞ্চুগঞ্জের মাহমুদ উস সামাদ ফারজানা চৌ. গালস্ স্কুল এ্যান্ড কলেজ, কোম্পানীগঞ্জের ভাতরাই স্কুল এ্যান্ড কলেজ।

মৌলভীবাজারের কুলাউড়ার ভূক‌শিমইল সেকেন্ডারি স্কুল এ্যান্ড কলেজ, সুনামগঞ্জের জগন্নাথপুরের নয়াবন্দর বি/এল হাইস্কুল এ্যান্ড কলেজ, জিকলি হাইস্কুল এ্যান্ড কলেজ।

এছাড়াও নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ৪৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *