দূর্ঘটনায় আহত একজনের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছাত্রলীগ নেতা আবির

সিলেট


গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগের নেতারা। কেউই যখন আক্রান্ত হয়নি তখন থেকেই জনসচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। সারাদেশে সাধ্যমতো খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
সারাদেশের ন্যায় সিলেটেও ছাত্রলীগের এই মানবিক কাজ অব্যাহত রেখেছে সংগঠনের নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইইনিয়নের সুনামপুর গ্রামে দূর্ঘটনায় আহত একজনের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক আবির হাছান।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *