সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলার তালিকাভুক্ত ৩০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুঃস্থ সদস্য-সদস্যাদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এনডিসি পিএসসি জি এর নির্দেশনায় বাহিনীর নিজস্ব আর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, সাবান ও মাস্ক।
দক্ষিণ সুরমা উপজেলায় খাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ তানিয়া লাইজু খানম,উপজেলা প্রশিক্ষক শিউলী আক্তার ও আব্দুল বাছিত। এছাড়া সার্কেল এডজুটেন্ট এনামুল হকের সার্বিক সহাতায় ইউনিয়ন আনসার কামান্ডার ও দলনেতা দলনেত্রীগণ উপস্হিত থেকে বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
উল্লেখ্য করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে দেশব্যাপী সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের জীবন যাত্রার মান দুর্বিষহ হয়ে পড়ে। দেশের প্রতিটি গ্রামে বসবাসরত স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরাও এর বাইরে নয়। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি পিএসসি জি দেশের ১ লক্ষ ৫০ হাজার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক সিলেটের জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার ১৩টি উপজেলার মোট ৩৯০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুঃস্থ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম গত ৪ মে শুরু হয়ে আজ বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। সিলেট বিভাগের ৪ টি জেলার ৪০টি উপজেলায় রেঞ্জ পরিচালকের নির্দেশনা মোতাবেক জেলা কমান্ড্যান্টগণের নেতৃত্বে উপজেলা অফিসারগণের সার্বিক সহযোগিতায় প্রতিটি উপজেলায় বাহিনীর ৩০০ দুঃস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।