দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির যুগপূর্তিতে মুক্তিযোদ্ধা সম্মাননা ও ইফতার মাহফিল

সিলেট

গোলাপগঞ্জে দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটি একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্টিত।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, সামাজিক সংগঠনগুলো মানুষের কল্যাণে কাজ করে। যেকোন দুর্যোগকালীন সময় তারা অত্যন্ত প্রহরির মতো মানুষের পাশে দাড়ায়। বন্যা, করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সহযোগীতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি দত্তরাইল ইয়ূথ সোসাইটির ভূয়সী প্রসংশা করে তাদেরকে সহযোগীতার আশ্বাস দেন। তিনি শুক্রবার উপজেলার ঢাকাদক্ষিণে সামাজিক সংগঠন ‘দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটি একযুগ পূর্তি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন। সংগঠনের উপদেষ্টা মাওলানা বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিপন এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীরপ্রতীক,ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, মোসাদ্দেক আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধা সন্তান আবুল কালাম খান , ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইয়ূথ সোসাইটির উপদেষ্টা আং কুদ্দুস,শিক্ষক জাকের আহমদ,সংগঠনের প্রতিষ্টতা রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, সাফওয়ান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধার সন্তান মাও: মাহমুদুল হক, আনোয়ার হুমাইয়ুন মুন্না, আবু তাহের সহ এলাকার গন্যমান্য মুরব্বিগণ ও অন্যান্য সদস্য বৃন্দ । পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *