ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্টিত

সিলেট

ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্টিত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত অনেক অগ্রসর। সরকারের পাশাপাশি বিত্তবানরা ও প্রতিটি গ্রাম-ওয়ার্ডে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছেন। তিনি বলেন, চোখের বিভিন্ন রোগ রয়েছে। এছাড়াও উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের কারণে চোখের ক্ষতি হয়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা কমিউনিটি ক্লিনিকসহ সব জায়গা করা যায়। আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতনা হতে হবে। এসময় তিনি বিনামুল্যে চক্ষু শিবিরের আয়োজন করার জন‍্য রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়ান ট্রাস্ট এর উদ্যোগে শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান ও চক্ষু বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত চক্ষু শিবিরের উদ্বোাধনী অনুষ্ঠানে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি গুলজার আহমদ এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি গোলশান ফেরদৌসী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল আমিন, কবি ও সাংবাদিক এডভোকেট আব্দুল মকিত অপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম ও ডি সি ডা মাহমুদুল হক রিফাত, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ এর প্রভাষক ইউনুছ চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর মসলাই,ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্হা ইউকে এর সাধারণ সম্পাদক প্রবাসী নুর উদ্দিন, প্রভাষক হোমায়োন কবির, সমাজসেবক শেখ কামরুজ্জামান কামরুল, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কোষাধক্ষ শ্যামল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মুরাদ আহমদ,নূর মোহাম্মদ সুমন, রেমল আহমদ প্রমুখ।

দিনব্যাপী চক্ষু শিবিরে ৪শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাপত্র, ঔষধ, চশমা দেওয়া হয় এবং ৩০জনকে রোগীর ছানি অপারেশন এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব‍্যাপি চক্ষু শিবিরে আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম,সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার,সমাজসেবক আব্দুস সহিদ খান জিলা,জয়নাল আহমদ খান,ইউপি সদস্য রেজাউল করিম রাজু,আব্দুর রউফ,সমাজসেবক আনোয়ার হোসেন,গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *