ঢাকাদক্ষিণে তথ‍্য গোপন করে লাশ দাফন -রাতে জানা গেলো মৃত ব‍্যাক্তি করোনা পজেটিভ

সিলেট

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে এক বৃদ্ধের মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরে রবিবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের উসমান আলী (৫৮)।

জানা যায়, তিনি শারীরিক নানা সমস্যা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ১১জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে রবিবার বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। খোজ নিয়ে জানা যায় লাশের গোসলকার্য রবিবার  সকালে তার নিজ বাড়িতে  হয় এবং  গোসল কার্যে একাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এব‍্যাপারে স্হানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজুর সাথে আলাপ হলে তিনি বলেন রবিবার সকালে সিলেট উসমানি মেডিকেলে উসমান আলীর মৃত্যু হয় পরবর্তীকালে তার পরিবার উসমান আলী যে একজন করোনা সন্দেহভাজন রোগী ছিলেন ও তার নমুনা টেস্টে দেওয়া হয়েছে এই তথ‍্য গোপন করে লাশের দাফন  কাফনের ব‍্যাবস্হা করে।যেহেতু মৃত ব‍্যাক্তি এমএজি উসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাই অনেকেই ভেবে নিয়েছিলেন তিনি স্বাভাবিকভাবে অন্য রোগে মারা গেছেন।যার ফলে অনেক লোক দাফন কাফনে অংশ গ্রহন করেন।পরবর্তীতে আজ রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক প্রধান ডাক্তার শাহিনুর ইসলাম শাহিন উক্ত মৃত  ব‍্যাক্তির রিপোর্টে করোনা পজেটিভ এসেছে বিষয়েটি নিশ্চিত করলে আমরা  অবগত হই।তাছাড়া রোগীর দাফনের ও কাফনের সাথে জড়িত সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব‍্যাবস্হা করেছি।

এদিকে মৃত উসমান আলী করোনা পজেটিভ ছিলেন খবরটি ছড়িয়ে পড়লে  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যায়।অনেকেই সম্পুর্ণ এলাকা লকডাউনের জোর দাবি জানান।তথ‍্য

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *