গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায় প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেব ব্রাদার্সের সত্ত্বাধিকারী ভানু লাল দেব (৭০) আর নেই। শনিবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৪টায় মিশ্রপাড়া সার্বজনীন শশ্বানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। শোক প্রকাশ করেছেন সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব,ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন,ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল মজিদ রওশন সাধারণ সধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলপগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম সাধারণ সম্পাদক প্রভাষক ইউনুছ চৌধুরী,ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিশু ভুষণ দেব সাধারণ সম্পাদক বিদ্যুত ভুষণ দেব সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট হোসেন আহমদ ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সেন সাধারণ সম্পাদক মিটুন দে মনজু।
পৃথক পৃথক শোক বার্তায় প্রত্যেকেই তার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন
এছাড়া পৃথক আরেক শোকবার্তায় ঢাকাদক্ষিণ বাজার ব্যাবসায়ীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন বাজার বণিক সমিতির সভাপতি হাজী বদরুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক সেলিম আহমদসহ বণিক সমিতির নেতৃবৃন্দ।
প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।