গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. আব্দুর রহমান (৮০) আর নেই(ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু।
এক শোক বার্তায় তিনি বলেন প্রয়াত ডা.আব্দুর রহমান ছিলেন একজন নির্লোভ ও পরোপকারী রাজনীতিবিদ। তিনি একাধারে একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁর মৃত্যুতে দল হারালো একজন নিবেদিতপ্রাণ নেতা এবং সমাজ হারালো একজন সমাজসেবক কে ।
তিনি মরহুমের রুহের মাগফিরাত
কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য আজ শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়স্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজার নামাজ কাল রবিবার (৪ জুলাই) বেলা ২টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।