গোলাপগঞ্জ তথা সিলেটের কৃতি সন্তান দেশবরেণ্য রম্য লেখক, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও সাবেক কূটনীতিক আতাউর রহমান আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৭ আগস্ট) সকাল ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড ইকবাল আহমদ চৌধুরী।
শোক বার্তায় তিনি বলেন আতাউর রহমান ছিলেন সিলেট আন্তঃপ্রান দেশবরেণ্য লেখক, কূটনৈতিক ও শিক্ষাবিদ।তিনি তার লেখালেখির মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরেছেন। সততা নিষ্ঠা ছিল তার আদর্শ।
এড ইকবাল আহমদ চৌধুরী আতাউর রহমান এর সাথে ব্যাক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন চাকুরী জীবনে অসংখ্য মানুষের সেবার পাশাপাশি এলাকার উন্নয়নে আতাউর রহমান ছিলেন যথেষ্ট নিবেদিতপ্রাণ ও আন্তরিক। তার এই মৃত্যু সমাজের জন্য অপুরণীয় ক্ষতি।
তিনি বরেণ্য এই ব্যাক্তির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকহাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য তিনি করোনা আক্রান্ত হয়ে বেশকিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি ২ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে পরবর্তীকালে তার নিজ জন্মভূমি নগর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয় ।






