মোহাম্মদ কপিল উদ্দিন কে সভাপতি ও মাহবুবুর রহমান চৌঃ কে সাধারন সম্পাদক করে জালালাবাদ এসোসিয়েশন কাতার এর ১৮১সদসস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন কাতার এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌঃ সময় সিলেট কে এ তথ্য নিশ্চত করেন,এ সময় তিনি সময় সিলেট এর সাথে আলাপকালে বলেন দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সকল নেতৃবিন্দ এখন এক এবং ঐক্যবদ্ধ আমাদের মাজে কোন মতবিরোধ নাই আমরা ঐক্যবদ্ধ্যভাবে কাতারে অবস্হিত বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করে যাব এবং বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জল করতে সচেষ্ট ভূমিকা রাখব।
উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কপিল উদ্দিন ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় জালালাবাদ এসোসিয়েশন কাতার এর দুই টি পক্ষ এর ভিন্ন দুটি কমিটি কে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে একটি কমিটি গঠিত হয়।
জালালাবাদ এসোসিয়েশন কাতার এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌঃ সময় সিলেট কে এ তথ্য নিশ্চত করেন,এ সময় তিনি সময় সিলেট এর সাথে আলাপকালে বলেন দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সকল নেতৃবিন্দ এখন এক এবং ঐক্যবদ্ধ আমাদের মাজে কোন মতবিরোধ নাই আমরা ঐক্যবদ্ধ্যভাবে কাতারে অবস্হিত বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করে যাব এবং বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জল করতে সচেষ্ট ভূমিকা রাখব।
উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কপিল উদ্দিন ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় জালালাবাদ এসোসিয়েশন কাতার এর দুই টি পক্ষ এর ভিন্ন দুটি কমিটি কে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে একটি কমিটি গঠিত হয়।