জন্মাষ্টমী উপলক্ষে গোলাপগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

Top News

পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ১৪২৫ বাংলা উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, এ উপলক্ষে সনাতন ধর্মালম্বিরা সকাল থেকে ঢাকাদক্ষিণ ঠাকুর বাড়িতে সমবেত হতে থাকেন এবং দুপুর দুই ঘঠিকার সময় শোভাযাত্রা ঢাকাদক্ষিণ প্রদক্ষিণ করে এবং পরবর্তিতে গোলাপগঞ্জ চৌমুহনি প্রদক্ষিণ করে । এই সময় উপস্হিত ছিলেন ,বাবু কাজল কান্তি দাস- সভাপতি,বাবু লিপ্টন রঞ্জন রায় তালুকদার- সাধারণ সম্পাদক,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
বাবু নীরেন্দ্র কুমার দেব নাথ- সভাপতি,বাবু রজত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক-
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাবু অমল কান্তি দাস-সভাপতি,বাবু অধীর রাম বিশ্বাস- সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ।নামহট্ট সংঘের সভাপতি বিশ্বজিৎ রায়,সাধারণ সম্পাদক বিশু চন্দ্র দেব, এছাড়া আরো উপস্হিত ছিলেন বাবু রজত চক্রবর্তী,বাবু বিশ্বজিত রায়,বাবু বিজিত কৃষ্ণ গোস্বামী ,বাবু সনৎ চন্দ্র দাস,বাবু অনাথ বন্ধু দাস , মিটু কান্তি দেব,প্রতাপ চন্দ,লিপক দেবনাথ,আদিত্য দাসঅনিক,দিপক,প্রণয়,স্বর্ণজিৎ,নিতাই,মুদুল,পুলকসহ প্রমুখ

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *