গোলাপগঞ্জ এর রয়েল টিচার্স গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণঃ
গোলাপগঞ্জ এর তরুণ উদীয়মান ১৫ জন শিক্ষকের সমম্বয়ে গঠিত রয়েল টিচার্স গ্রুপ এর উদ্যোগে বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যলয়ের দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জনাব মুহিবর রহমানের সভাপতিত্বে , সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব দেওয়ান নাজমুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব মোঃ আজিজুর রহমান, জনাব এ.কে.এম আব্দুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ পাল।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তৃতায় এমন মহতী কার্যক্রমের প্রশংসা করে সমাজের সকলকে যার যার সাধ্য অনুযায়ী এরকম কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান। প্রধান অতিথি তার বক্তৃতায় শিক্ষকদের এরকম কাজকে অনুসরণীয় কাজ বলে অভিহিত করেন। সমাপনী বক্তৃতায় সভাপতি বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই কার্যক্রম। ভবিষ্যতে আরো বড় আকারে সামাজিক এইরকম আরো বিভিন্ন কার্যক্রমের সাথে রয়েল টিচার্স গ্রুপ যুক্ত হবে।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব অলক মালাকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব জিতেন্দ্র বিশ্বাস জিতু, সালমা আক্তার, ফারজানা ইয়াসমিন, হুমায়রা জান্নাত চোধুরী, মোঃ মামুন উদ্দিন, তৃষ্ণা মালাকার, মৌসুমি বেগম, পাপড়ি দাস, মালিহা সুলতানা, সালেহা নিশাত সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ।