গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে বারাকা পাওয়ার প্লান্টের পক্ষ থেকে পিপিই প্রদান_

অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি: কেভিড-১৯ করোনাভাইরাস থেকে সুরক্ষায় বারাকা পাওয়ার প্লান্টের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনকে ৫০ পিছ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ইকবাল আহমদ চৌধুরীর ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের কাছে ৫০ পিছ পিপিই হস্তান্তর করেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মনজুর সাফি চৌধুরী এলিম ও বারাকা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম চৌধুরী।
এব্যাপারে বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী ব‍্যাক্তিত্ব মনজুর সাফি চৌধুরী এলিম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এর ডাক্তার -নার্সরা যাতে করে নির্বিঘ্নে সেবা প্রদান করতে পারেন তার জন‍্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এখন পিপিই সবচেয়ে বেশি জরুরি। বিশেষ করে যারা করোনাভাইরাসে আক্রান্ত বা যারা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের কাছাকাছি আসা খুবই ঝুঁকিপূর্ণ। তাই ডাক্তার নার্সরা পিপিই গুলো ব্যবহার করে রোগিদের নিরাপদ থেকে চিকিৎসা সেবা দিতে পারবেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস এখন একটি জাতীয় দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা। তাই এই দূর্যোগের সময় আরও বড় বড় প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসা উচিত। তাই সবার সহযোগিতার পাশাপাশি নিজ ঘরে অবস্থান করারও আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিস্বির চৌধুরী,দৈনিক জাগরণ এর নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *