গতকাল ১৭/৫/২২ইং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী)।
মঙ্গলবার (১৭ মে) বেলা ১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন এলিম চৌধুরী।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ।
মনোনয়ন পত্র জমাদান শেষে সংক্ষিপ্ত জনসভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, নির্বাহী সদস্য এডভোকেট মনসুর রশিদ প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন- নৌকা প্রতীকের জন্য যে ১০জনের নাম প্রস্তাব করা হয়েছিল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ সহ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবা উদ্দিন, সাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর,উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, তথ্য গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুবিন জায়গীরদার, জিল্লুর রহমান, রফিক আহমদ মাখন, রুকন উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক ও ফুলাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান,দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ- দফতর সম্পাদক হোসেন আহমদ।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়ন বাছাই ১৯ মে, প্রত্যাহার ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
উল্লেখ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়।