গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ফজলুল হক তানু মিয়া এর ইন্তেকাল

সিলেট

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক তানু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি—)।
রবিবার( ১০ জানুয়ারী) রাত ৯ টা ৪৫ মিনিটের সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলুল হক তানু মিয়া গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সিলেট নগরীর দাড়িয়া পাড়ায় বসবাস করে আসছেন।
সোমবার বাদ জোহর সিলেট নগরীর জল্লারপাড় জামে মসজিদে জানাযা শেষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে দাফন করা হবে।তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম (১৯৮৫-১৯৯০) চেয়ারম্যান ছিলেন। এছাড়া ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট এইডেড স্কুলে দীর্ঘদিন শিক্ষতা করেন। এখান থেকেই তিনি শিক্ষকতা পেশার অবসর নেন। 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *