গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজমুল হক আর নেই

সিলেট

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজমুল হক আর নেই_

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ নজমুল হক (৯০) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। আজ শুক্রবার দুপুর ২টায় সিলেট নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের বাঘিরঘাট গ্রামে। তিনি ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা বাগিরঘাট উত্তর মহল্লা বড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘিরগাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মরহুমের ভগ্নিপতি আব্দুল কাদির হাসনাত। এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ লোকজন ও স্বজনরা বাড়িতে ভিড় করেছেন। শোকাহত নেতাকর্মীদের অনেকে মরহুমের স্মৃতিচারণ করে শোকপ্রকাশ করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *