গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর মতবিনিময় সভা অনুষ্টিত

অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সম্পূর্ণ বৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীগ্রই জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সম্মেলনের পরে গোলাপগঞ্জ উপজেলা ত্যাগী নেতাকর্মীদের নিয়ে উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  তিনি গোলাপগঞ্জে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সেক্রেটারী ও উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ইকবাল আহমদ চৌঃ বলেন দল হচ্ছে সরকারের মূল চালিকা শক্তি ,তাই দলের অঙ্গসহযোগী সংগঠনগুলোকে নিয়মিত কাউন্সিল অধিবেশন এর মাধ্যমে সচল রাখা অতিব জরুরী তাই গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি তৃণমূলের মতামতের ভিত্তিতে গঠিত হবে যেখা নিবেদিত প্রাণ নেতাকর্মীদের ঠাই হবে। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহ্বায়ক তাহের উদ্দিন তাজ্জু,মাছুম আহমদ,রুহেল আহমদ  । 
এসম আরো উপস্হিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,  দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌঃ রিংকু,  পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা যীবলীগুর যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ,  সেলিম আহমদ, তাজির আহমদ শিপলু। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক,সাবেক জেলা ছাত্রলীগের নেতা রুমেল সিরাজ,  পৌর ছাত্রলীগের সেক্রেটারী দেলওয়ার হোসেন দিপন, ইউপি সদস্য বাহার উদ্দিন,  ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক ভিবাগীয় উপ সম্পাদক  মনিরুল হক পিনু, হোসেন আহমদ ও পৌর ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *