গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে শোকসভা অনুষ্টিত

সিলেট

সিলেট-৩ আসনের এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের ইন্তেকালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাহমুদ উস সামাদ কয়েস ছিলেন, একজন আদর্শবান, মানবিক ও উদার রাজনৈতিক নেতা । বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে আজীবন তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এলাকার জনগণের উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।একজন জনদরদী নেতা হিসেবে তিনি মানুষের হৃদয়ে বেচে থাকবেন। তার মৃত্যুতে আমরা একজন সৎ, আদর্শ ও মানবিক নেতাকে হারিয়েছি। তাঁর অভাব কোন দিন পূরণ হবার নয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ডা.আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল চৌধুরী, জিল্লুর রহমান, সাহেদ চৌধুরী, দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, পৌর আওয়ামীলীগের সভাপতি আরিফ চৌধুরী কফি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা রুকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল হক, বেলাল আহমদ, এডভোকেট নিমার আলী, ইমাম উদ্দিন, ফরহাদ আহমদ, নাজিমুল হক লস্কর, আব্দুল হানিফ খান, মোফেজ্জেল হোসেন তেরা, আবুল কাশেম, আলিম উদ্দিন বাবলু, হোসেন আহমদ, এহতেসামুল ইসলাম, আজমল হোসেন, ক্বারি তোফায়েল জিল্লু, ইব্রাহিম আলী,এম এ হান্নান,আবুল ফজল সুবেল,খন্দকার নজরুল ইসলাম,মো:আব্দুল হামিদ,বিধান দে,মো:আব্দুল হামিদ,সেলিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সোহেল আহমদ, রাধিকা রঞ্চন নাথ, নুরুল ইসলাম, ইমরুল, মো. রাহি আহমদ, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর প্রমুখ।সভা শেষে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ক্বারি তোফায়েল জিল্লু।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *