গোলাপগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন হিন্দু ধর্মের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর সহায়তায় আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের অর্ধশতাধিক হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন গোলাপগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাশ।
এসময় উপস্থিত ছিলেন , গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল জলিল, ঢাকাদক্ষিণ সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মনোজ কুমার দে সম্ভু ঢাকাদক্ষিণ সার্বজনীন দূর্গপূজা উদযাপন পরিষদের সভাপতি ভিশু ভুষণ দেব, সাধারন সম্পাদক বিদ্যুৎ ভুষন দেব, সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট হোসেন আহমদ প্রমুখ।






