গোলাপগঞ্জে হাজী আতাউর রহমান মেধা বৃত্তি পরিক্ষার বৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি বিতরন
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জের ভাদেশ্বরের করগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদ সাইদ আহমদের পৃস্ঠপোষকতায় হাজী আতাউর রহমান মেধাবৃত্তি পরিক্ষার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষিকা আখলুল ফেরদৌউস চাকলাদারের ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ খায়রুজ্জামান,বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া,ক্বারী তোফায়েল আহমদ জিলু,রাহাদ আহমদ চাকলাদার,জহির উদ্দিন,ইব্রাহিম আলী,লন্ডন প্রবাসী আজির উদ্দিন সমাজসেবক আজির উদ্দিন,নিজাম উদ্দীন মুকিত,পরিদ আহমদ হীরা,বাছিক উদ্দীন,গোলাম কবির,মোহাম্মদ আব্দুল্লাহ,ছাব্বির আহমদ,আনহার উদ্দিন,সেলিম আহমদ, আলী হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন করগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীন।
অনুষ্ঠানে মোট বৃত্তি প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও টাকা প্রদান করা হয়।






