গোলাপগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে নাছির আহমদ (৩০) নামের এক যুবককে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেল ৪টায় গোলাপগঞ্জ এমসি একাডেমির সামন থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বুধবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে কোচিং সেন্টারে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে নাছির। বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম এবং এসআই জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করলে আসামীকে পাঁচ হাজার টাকা জরিমান, অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।