গোলাপগঞ্জে সন্ত্রাসীদের গ্ৰেফতারের দাবিতে মানববন্ধন

সিলেট

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের গ্ৰেফতারের দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্ৰেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পূর্বচন্দনভাগ গ্রামবাসীর উদ্যোগে গোলাপগঞ্জ ২নং সদর ইউনিয়নের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে এলাকাবাসী ফরিদ উদ্দনের উপর সন্ত্রাসী হামলাকারী দুবৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুহিতুর রহমান ইমন, আব্দুল কুদ্দুস টিপু, জাকারিয়া আহমদ, ইসলাম উদ্দিন প্রমুখ। এদিকে হামলার ঘটনায় দায়েরকৃত অভিযোগে পুলিশ একজনকে গ্ৰেফতার করেছে বলে জানা গেছে। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পূর্বচন্দনভাগ গ্রামের ফরিদ উদ্দিনের ভাইয়ের একটি গরু গত ২২ এপ্রিল চুরি হয়। তারা সন্ধান করে জানতে পারেন স্থানীয় রায়হান আহমদ, শাহজাহান, দিলোয়ার হোসেন এবং জামান গরুটি চুরি করে জকিগঞ্জের একটি বাজারে নিয়ে বিক্রি করেছে। পরে তারা স্থানীয় মেম্বর ও এলাকাবাসীদের নিয়ে গরু বিক্রির ২৩ হাজার টাকাসহ ৪ চোরকে আটক করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিকট নিয়ে যান। চেয়ারম্যান ২৩ হাজার টাকাসহ আলামত নিজের নিকট জব্দ রেখে বিষয়টি বিচার করে দিচ্ছেন বলে দায়িত্ব নেন। কিন্তুু উক্ত বিষয়টি চেয়ারম্যান বিচার করিয়া দিবেন বলে অঙ্গীকার করে বিচার করে দেন নাই বলে থানয় দায়েরকৃত অভিযোগে বাদি পক্ষ উল্লেখ করেন।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মিমাংসা না করার কারনে চোররা আরো বেপরোয়া হয়ে গত ৮ আগস্ট ফরিদ উদ্দিনের উপর হামলা চালায়। চোরদের হামলায় আহত ফরিদ উদ্দিন সেদিনই সদর ইউনিয়নের পূর্ব চন্দনভাগের রায়হান আহমদ, শাহজান, দিলোয়ার হোসেন ও জামান উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন কে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। সেই অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বাদীর উপর চুরির দায়ে অভিযুক্তদের হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন বক্তারা।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *