গোলাপগঞ্জে লকডাউন অমান্য করায় ৭ হাজার ৭০০ টাকা জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের দশম দিনে উপজেলার সর্বত্র প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। গতকাল উপজেলার ঢাকাদক্ষিণ, ধারাবহর, পুরকায়স্থ বাজার,চৌধুরী বাজারসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এসময় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ১২টি মামলায় ৭ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে সচেতন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগরিবের নামাজের পরে স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলেন।






