গোলাপগঞ্জে রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা_
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – স্কুলের পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মোহাম্মদ শাহজাহান, শিক্ষক সৈয়দ নূরুল হাফিজ, দিপা রানী চন্দ, সানিয়া হক, আবু সুফিয়ান আজম। এছাড়া স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,
বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।






