গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ এসএসসি ২০২৪ খ্রি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুর ১১ঘটিকায় ট্রাস্টের ঢাকাদক্ষিণস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর অধ্যক্ষ অধ্যাপক আব্দুল সাজিদ ।
ট্রাস্ট এর সভাপতি গুলজার আমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট হোসেন আহমদ এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজ সিলেট এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শামস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল সাজিদ বলেন শিক্ষার্থীদের বেশি করে বই পড়তে হবে, যে যত বেশি বই পড়বে সে তত বেশি জ্ঞান অর্জন করবে তাই জ্ঞান অর্জনের স্বার্থে বই পড়ার বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে দেশ প্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠার তাগিদ দেন তিনি,এ সময় তিনি রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাঠাগার কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি আলা উদ্দিন, সদস্য নকুল রাম মালাকার, সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, সরকারি মডেল এমসি একাডেমী এর শিক্ষক জাকের আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজ এর লাইব্রেরীয়ান খায়রুল ইসলাম শোয়েব, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রেজোয়ান হোসেন রাজু,শিক্ষার্থী মরিয়ম আক্তার তানহা, রুহিন ইসলাম ,রামিম মোস্তাক রাহী,তাইবা জান্নাত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রায়ঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিহির রঞ্জন দাস, শিক্ষক হানিফ আহমদ, সমাজসেবক ছালিম সিদ্দিকি রনি , জিহান আহমদ, আব্দুল্লাহ মুশফিক জুয়েল প্রমূখ।