গোলাপগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্টিত

সিলেট

রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে চিত্রাংকন ও রচনা  প্রতোযিগাতা অনুষ্টিত হয়েছে।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, রাষ্ট্র, সমাজ ও রাজনীতিতে মেধা ও যোগ্যতার প্রতিযোগিতা না হলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। মেধাহীন লোক দায়িত্বে এলে দুর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই সমাজনীতি ও রাজনীতিতে সর্বক্ষেত্রে মেধাবীদের এগিয়ে আসতে হবে। এবং আমাদের বর্তমান প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও লালন করতে হবে এবং যোগ্য সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। 

রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে রবিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক কাজল কান্তি দাস।

ট্রাস্টের সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যায় কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী,ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যায় কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র নাথ গভর্নিং বডির সদস্য রেজওয়ান হোসেন রাজু, প্রমুখ।

পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিভক্ত হয়ে মোট অর্ধশত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *