গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর আওয়ামীলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন………………. গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের নেতৃত্বে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে পৌর সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আশা আকাঙ্খার প্রতিক। তাকে শ্রদ্ধা জানিয়ে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের নব যাত্রা শুরু হল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় আগামী দিনে আওয়ামীলীগের সংগঠন প্রতিষ্ঠা করা হবে।
পৌর আওয়ামী লীগ এর নিবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহেল আহমদ তার বক্তব্যে বলেন জাতির পিতার আদর্শে উজ্জিবিত হয়ে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ এর নবনির্বাচিত কমিটি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাসুম,সাদেক আহমদ, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, সুলেমান আলী, সুমন আহমদ, ফখরুল ইসলাম, কামরান আহমদ, ২নং ওয়ার্ড সভাপতি পারভেজ আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান, ৭ নং ওয়ার্ড সভাপতি হেলাল আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি মুখলেছুর রহমান, ৬নং ওয়ার্ড সেক্রেটারী এনায়েত করিম খোকন, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।






