গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুন) থানার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নব নিযুক্ত ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী গোলাপগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সিনিয়র সহসভাপতি রতন মনির চন্দ, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, যুগ্মসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধক্ষ জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ।
উল্লেখ্য, মো. হারুনুর রশিদ চৌধুরী ২০০১ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তার চাকুরী জীবন শুরু করেন। সর্বশেষ তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পদে থেকে গোলাপগঞ্জ থানায় যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।