গোলাপগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কাউন্সিলর, জেলা আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের সুস্থতা কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ শাখার উদ্যোগে ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সভাপতি আলী আমজাদ চৌধুরী এর ব্যাবস্হাপনায় খতমে কোরআন-দোয়া মাহফিলে মহানগর শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিমসহ সারাদেশে করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, বুরহান উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম, সহ-সভাপতি রাহাদ আহমদ, সাধারন সম্পাদক নাদিম মাহমুদ শিপলু, সাংগঠনিক আজিদুর রহমান আজির, মাসুদ রানা রানু, ছাদিকুর রহমান, আবুল হাছান, আপ্তাব আহমদ, সৈয়দ সাদী, সৈয়দ রাকিব, মাজেদুল ইসলাম মামন, নাইম আহমদ, নাজিম আহমদ, সুমন আহমদ, মাহমুদুদর রহমান প্রমুখ ।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।






