গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত

সিলেট

গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত__

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নতুন করে
আরও ৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার ১৮ জুলাই রাত সাড়ে ৭ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ৪ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৪ জন হলেন, বাদেপাশা ইউনিয়নের তরিকুল ইসলাম (৪৪), বুধবারিবাজার ইউনিয়নের ফাহিমা খানম আলী(২৯), পৌরসভা এলাকার রনকেলী জামিলা আক্তার চৌধুরী(৪৯) ও হাছান আহমদ(২৯)। এদিকে এনিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৭৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন এবং মারা গেছেন ৮জন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *