এর আগে উপজেলা সম্মেলন কক্ষে ফলদ বৃক্ষ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের মাঠ কর্মী অমল নাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী। প্রধান অতিথি এর বক্তব্যে এড ইকবাল আহমদ চৌঃ বলেন, মানুষের প্রাণের অস্হিত্ব রক্ষায় গাছ এর ভূমিকা অপরিহার্য ,তাই বেশি বেশি করে গাছ লাগালে পরিবেশ এর ভারষাম্য রক্ষা হবে এবং বৈশ্বিক উষ্ণতা এর প্রভাত থেকে আমাদের সমাজ রক্ষা হবে। এসময় তিনি সমাজের প্রত্যেক কে কমপক্ষে দুইটি করে ফলজ ও বনজ গাছের চারা রোপন করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা প্রমুখ।
এসময় আরো উপস্হিত ছিলেন আমুড়া ইউ পি আওয়ামীলীগ এর যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক লস্কর,প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ,জেলা ছাত্রলীগ এর সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ সহ প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
গোলাপগঞ্জে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন
গোলাপগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বর মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ইকবাল আহমদ চৌঃ সহ অতিথিবৃন্দ।