গোলাপগঞ্জে করোনা দুর্যোগে এলিম চৌধুরীর খাদ্য সহায়তা অব্যাহত

সিলেট


করোনা দুর্যোগে সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সদস্য, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবী রাজনীতিবিদ মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

এরই ধারাবাহিকতায় তিনি সোমবার বিকেলে উপজেলার লক্ষণাবন্দ,লক্ষীপাশা,ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন। এছাড়াও ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় মঞ্জুর শাফি এলিম চৌধুরী বলেন, দেশের সংকটময় মুহূর্তে সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়াতে। তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, আমার অসচেতনতার কারণে আমার পুরো পরিবার বিপদের মধ্যে পরে যাবে।
এছাড়াও তিনি বলেন, করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারকে ঘৃণিত ও অবহেলার চোখে দেখা উচিত নয়। তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের মনোবল শক্ত থাকার জন্য উৎসাহ দিতে হবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে পৃথক স্থানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান আশু, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রুকন উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.ইবরাহীম আলী, ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি আব্দুল আহাদ ফারুক , সেক্রেটারি সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা অরুণ দে,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা বাবুল আহমদ , লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুল করিম ফয়ছল,আওয়ামী লীগ নেতা অরুন দে ,পৌর আওয়ামীলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু, যুবলীগ নেতা মাহবুবুর রহমান রাজু, ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম , জাবেল খান, আব্দুস সামাদ আজাদ, এস এফ হাছান প্রমুখ।

উল্লেখ্য, মঞ্জুর শাফি চৌধুরী এলিম দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫হাজারের অধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এখনো তাঁর খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *