গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নারীসহ আরও ৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা শনাক্ত হওয়া এই ৭ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৪জন মহিলা ও ৩ জন পুরুষ। তারা হলেন গোলাপগঞ্জ বাজারের সুরমা কমপ্লেক্সে (২৫) ও (৬৫) বছর বয়সের দুই জন। পৌরসভার টিকরবাড়ি এলাকার একজন (৩২)। আক্রান্ত অপর দুইজন লক্ষনাবন্দ ইউপির (৩৯) ও (২২)। আক্রান্ত আরো দুইজনের মধ্যে একজন লক্ষণাবন্দ ইউপির মুকিতলা এলাকার (২২) এবং ভাদেশ্বর ইউপির দক্ষিণভাগ এলাকার (২৩) বছর এক যুবক রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) আক্রান্তদের বাড়িগুলা লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্সে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। এনিয়ে গোলাপগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫৭ জনে।