গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আঙ্গুরা বেগম আর নেই(ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এক শোকবার্তায় বলেন আঙ্গুরা বেগম দলের একজন নিবেদিত প্রাণ নেত্রী ছিলেন। তিনি দলকে শুসংগঠিত করতে কাজ করেছেন।তার মৃত্যুতে দল ও সমাজ হারালো একজন নিবেদিতপ্রাণ নেত্রীকে।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার (৮জুলাই)রাত ৯ঘটিকায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন।মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৬৫।
মৃত্যুকালে তিনি স্বামী , দুই ছেলে ও দুই মেসহ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।আঙ্গুরা বেগম দুইবার ইউপি সদস্য হিসেবে দ্বায়ীত্ব পালন করেছেন।