গোলাপগঞ্জে আওয়ামীলীগ এর সম্মেলন—নেতৃত্বের দৌড়ে লুৎফুর রহমান এগিয়ে

অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আলোচনায় লুৎফুর রহমান
গোলাপগঞ্জ প্রতিনিধি :: আর মাত্র ১দিন পরেই ১৩ নভেম্বর বুধবার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বহু কাঙ্খিত সম্মেলন। দীর্ঘ ১৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। ফলে নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের কোন শেষ নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরাও সম্মেলনকে সামনে রেখে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছেন। সাধারণ সম্পাদক পদে অনেকে নাম শোনা গেলেও সভাপতি পদে একজনের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। উপজেলার ১১ ইউনিয়নে তিনি চসে বেড়াচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে। অপর প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের কথা শোনা গেলেও কাউন্সিল নিয়ে তার কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের সাথে কথা বললে তারাও জানায় সভাপতি পদে একজনই তাদের সাথে যোগাযোগ করেছেন।জানা যায়, বিভিন্ন সময়ে উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের খোঁজ খবর নেয়া ও বিপদে আপদে সহায়তা মূলক মনোভাব নিয়ে এগিয়ে আসায় দলের নেতাকর্মীদের সিংহভাগই লুৎফুর রহমনাকে পছন্দ করেন। তাদের অনেকের বক্তব্য লুৎফুর রহমান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হলে নেতাকর্মীরা মূল্যায়ন পাবে। একাধিক ইউনিয়ন সভাপতি ও সম্পাদক জানান, আওয়ামীলীগকে শক্তিশালী করতে গোলাপগঞ্জের প্রতিটি এলাকায় লুৎফুর রহমান বিগত দিনে নিরলসভাবে কাজ করেছেন। সব সময়ই নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করে জানতে চেয়েছেন তাদের সমস্যা সম্ভবনার কথা। তাই উপজেলা আওয়ামীলীগকে আরো সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে লুৎফুর রহমান উপযুক্ত ব্যক্তি। উল্লেখ্য, লুৎফুর রহমান গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এছাড়া রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদে তিনি দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। নিজ এলাকার সর্বস্তরের মানুষ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত দান-অনুদান দিয়ে থাকেন তিনি। একজন সৎ, স্পষ্ঠবাদী ব্যক্তি হিসেবে সর্বমহলে তার প্ররিচিতি রয়েছে।এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী যার  নাম বেশি জোরেশোরে শোনা যাচ্ছে  বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান ,কাউন্সিলারবৃন্দের মতামতের ভিত্তিতে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে  গোলাপগজ্ঞ উপজেলা আওয়ামীলীগ আরো শক্তিশালী ও গতিশীল হবে এবং তিনি কাউন্সিলরদের  মতামতের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উপর বিশেষ গুরুত্বারোপ করে

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *