গোলাপগঞ্জে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশি রিংকু চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত__
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকুর সমর্থনে
পৌর এলাকার ৮ ও ৯নং এলাকাবাসীর উদ্দ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৭টায় স্থানীয় রাঙ্গাডর বাজারে এলাকার বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক মইন উদ্দিন টিকাদার এর সভাপতিত্বে ও সমাজসেবক বেলাল আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক, ছয়েফ আহমদ চৌধুরী, সৈয়দ মুকিত, জামাল চৌধুরী, ফখরুল আহমদ, ছালেহ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা স্টান্ডের সাধারন সম্পাদক পুতুল আলম, মকবুল মিয়া, ইসলাম উদ্দিন, মহি আহমদ, আব্দুর রহমান চৌধুরী রঞ্জু, আব্দুল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, রিংকু চৌধুরী যদি আসন্ন নির্বাচনে প্রার্থী হন তাহলে তারা দল মতের উর্ধে উঠে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এসময় মিজানুর রহমান চৌধুরী বলেন, ’আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি আর বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করছি। পৌর এলাকার সন্তান হিসেবে সবসময় এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন তাহলে নির্বাচন করব। আশা করছি দল আমাকেই মনোনীত করবেন। এসময় তিনি আরো বলেন মেয়র নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।






