গোলাপগঞ্জে আওয়ামীলীগ’র সম্মেলন কাল-আলোচনায় সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেল

Top News

গোলাপগঞ্জে আওয়ামীলীগ’র সম্মেলন কাল-আলোচনায় সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেল
আগামীকাল ১৩নভেম্ভর উপজেলা আওয়ামীলীগ এর সম্মেলন । নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা নিজ নিজ প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচারনা। 
এদিকে আগামী কালকের সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা এনামুল হক রু‌হেল।  ক্লিন ইমেজ এর  এই  আওয়ামীলীগ নেতা রাজনী‌তি, সমাজ‌সেবা সবখা‌নেই নি‌জে‌কে সরব রে‌খে‌ছেন বছ‌রের পর বছর। 

 স্কু‌লে থাকাকালীন সম‌য়েই রাজনী‌তি‌র মা‌ঠে পা রা‌খেন এনামুল হক রু‌হেল।‌ যে‌তেন স্বৈরাচার বি‌রোধী মি‌ছিল  মি‌টিং‌য়ে। এরপর ১৯৮৬ বাংলা‌দেশ ছাত্রলীগ ঢাকাদ‌ক্ষিণ ডিগ্রী ক‌লেজ শাখার সভাপ‌তি নির্বা‌চিত হন। ১৯৮৮ সা‌লে তি‌নি গোলাপগঞ্জ থানা ছাত্রলী‌গের সে‌ক্রেটারী নির্বা‌চিত হন। ১৯৯০ সা‌লে গোলাপগঞ্জ থানা সর্বদলীয় ছাত্র ঐ‌ক্যের আহবায়কের দা‌য়িত্ব পান। তখন দে‌শে এরশাদ বি‌রোধী আ‌ন্দোলন তু‌ঙ্গে ছি‌লো, সাইপ্যাম বি‌রোধী আ‌ন্দোল‌নে নেতৃত্ব দি‌য়ে‌ছেন তখন। শত নির্যাতন আর হুমকি উপেক্ষা ক‌রে সে সম‌য়ে তার ব‌লিষ্ট নেতৃত্ব সক‌লের প্রশংসা কুড়ায়। 


শুধু রাজনী‌তি নয়  শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে রয়েছে তার সুখ্যাতি। 
সময় সিলেট প্রতিনিধির সাধে আলাপকালে তিনি বলেন, ছাত্রজীবন থে‌কেই রাজনী‌তির মা‌ঠে একজন ক‌র্মী হি‌সে‌বে আওয়ামীলী‌গের জন্য কাজ কর‌ছি। দ‌লের নেতাকর্মী আর শুভানুধ্যায়ী‌দের অনু‌প্রেরণায় এবার আ‌মি সাধারণ সম্পাদক প্রার্থী হ‌চ্ছি,‌সক‌লের দোয়া ও সহ‌যো‌গিতা চাই।”

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *