জেল হত্যা দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যােগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কার্যকরি কমিটির মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কমিটির মুল্যায়ন সভা অনুষ্টিত হয়।
সভায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩ নভেম্বর জেলের ভিতর কারান্তরীণ অবস্থায় শহীদ জাতীয় চার নেতার স্মরণে ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কারী তোফায়েল জিলু।
এদিকে পরে বিগত ২২ অক্টোবর অনুষ্ঠিত বর্ধিত সভার পরবর্তী কার্যনির্বাহী কমিটির মূল্যায়ন সভা অনুষ্টিত হয়। মূল্যায়ন সভায় তৃণমূল আওয়ামী লীগ এর কার্যক্রম আরো গতিশীল করতে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক টিম গঠন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় আলোচনায় অংশগ্রহণ করে উপজেলার নেতৃবৃন্দ আসন্ন ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে প্রত্যেকটি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ মাখন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, রোকন উদ্দিন, মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নিমার আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, ধর্ম সম্পাদক আবুল লেইস, কোষাধক্ষ্য শরিফ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদ বাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, মাহতাব উদ্দিন জেবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন (ভাদেশ্বর), আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, তমিজ উদ্দিন, মহসিন মজনু, এম এ সামাদ, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, এম এ ওয়াদুদ এমরুল, জয়নাল আবেদিন, সৈয়দ এহতেশাম, কারী তোফায়েল আহমেদ জিলু, জাফরান জামিল, অরুন দে, মোহাম্মদ সেলিম উদ্দিন, রুহেল আহমদ রিপন, ইসমাইল হোসেন সিরাজী, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি।