গোলাপগঞ্জের বাদেপাশায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এতিমখানায় ঈদ বস্ত্র বিতরণ

সিলেট

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জিয়া ইউ, কে ট্রাষ্ট বৃহত্তর বাগলা এর ব্যবস্থাপনায় এস এস সি ও দাখিল সমমান কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বাগলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৫ জুলাই দুপুর ১টায় উপজেলার বাদেপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজ সেবক শিক্ষাণুরাগী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও বাদেপাশে ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক সামছুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। প্রধান অতিথির বক্তব্য বদরুল ইসলাম শোয়েব বলেন, মেধাভিত্তিক একটি মানবিক সমাজ ব্যবস্থা খুবই প্রয়োজন। আমাদের সন্তানদের বিজ্ঞান নির্ভর পড়ালেখায় উদ্বুদ্ধ করতে হবে। নৈতিকতা যদি না থাকে তাহলে সব অর্জন ব্যর্থ। সুতরাং নৈতিকতা হচ্ছে শক্তি। আমাদের প্রথম দায়িত্ব নিজে নৈতিকতা অর্জনের পাশাপাশি অন্যদের মধ্যে তার প্রয়োগ করা এবং তাই নৈতিক মুল্যবোধ সম্পন্ন মানুষের তৈরির ক্ষেত্রে শিক্ষকরাই বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেখেত্রে শিক্ষকদের ও উচ্চ নৈতিকতা ও অদর্শিক আলোকিত মানুষ হতে হবে তবেই সমাজ আলোকিত হবে। এসময় তিনি জিয়া ইউ, কে ট্রাষ্টের টাস্ট্রি আলী সফর জিয়াকে এরকম একটি মহত উদ্যোগ নেওয়াতে জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মস্তাক আহমদ,মফজ্জল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দাস, বাঘলা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা কামাল আহমদ,বাঘলা হাফিজিয়া মাদ্রাসা ও মুহিবুল্লা এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ আব্দুর রহমান,সাবেক ছাত্রনেতা লেখক ও কলামিস্ট হোসেন আহমদ , বাদেপাশা হাফিজিয়া মাদ্রাসার সহকারী সুপার মওলানা আব্দুল মুহিম, বাদেপাশা ইউপি সদস্য ললাই মিয়া, আমিন আলী বাদেপাশা ইউ পি ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ যুব নেতা জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাগলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ১২৭ জন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পোষাক এবং চারটি প্রতিষ্ঠানের ৩২ জন এস এস সি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *