গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ও গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আব্দুল ওদুদ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার চৌঘরিস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আতীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। একজন সৎ, নির্লোভ, নিবেদিতপ্রাণ, নম্র-অমায়িক ব্যবহারের আদর্শবান রাজনীতিবিদ হিসেবে তিনি দলমত নির্বিশেষে সর্বমহলে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকে শোকাহত নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় করেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর বিকেল ৫টা ২০ মিনিটে স্থানীয় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ হাজী আব্দুল ওদুদ এর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক পৃথক শোকবার্তায় তারা বলেন, তিনি ছিলেন আওয়ামীলীগের একনিষ্ঠ নিবেদতিপ্রাণ এক কর্মী। সারাজীবন তিনি দলের জন্য কাজ করে গেছেন। রাজনীতিবিদ, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে সমাজের সর্বক্ষেত্রে হাজী আব্দুল ওদুদ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কোনদিনও পূরণ হবে না। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুর শাফী চৌধুরী এলিম, এনামুল হক রুহেল,মিজানুর রহমান চৌধুরী রিংকু, শাহাব উদ্দিন আহমদ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল চন্দ্র দাস, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুওশন, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুশাহিদ আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামদ জিলু, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইয়দ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ চৌধুরী, শিপলু প্রমুখ।






