গোলাপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যবসায়ী __
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। রবিবার (৫ জুলাই)
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু। জানা যায়, শারীরিক নানা সমস্যা নিয়ে ২৭জুন তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে সোমবার (২৯ জুন) করোনা রিপোর্ট পজেটিভ আসে। আজ রবিবার ভোর ৬ টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।